Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ধনী দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগণকে সমবায় আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাঁদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন, নিবন্ধন, তত্ত্বাবধায়ন ও আইনগতভাবে নিয়ন্ত্রণ করা ;
নিবন্ধিত সমবায় সমিতির বার্ষিক নিরীক্ষা, পরিদর্শন, তদন্ত, নির্বাচন ও অবসায়ন কার্যক্রম সম্পাদন করা;
সমবায় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে সমবায় সম্পর্কিত জ্ঞান, দক্ষতা বৃদ্ধির জন্য সমবায় ব্যবস্থাপনা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, আত্ম -কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন সংক্রান্ত প্রশিক্ষন প্রদান;
সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার, প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা;
সমবায় সমিতির উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতির উপর জরিপ, গবেষণা ও কেস ষ্টাডি পরিচালনা করা এবং এর উপর প্রয়োজনীয় সুপারিশসহ সরকারের অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা;
সরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ/আবাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান গৃহীত কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ;
বৃক্ষরোপন, পরিবার পরিকল্পনা, গণশিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করা;
সমবায় সংশ্লিষ্ট সকল প্রকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আশ্রয়ন প্রকল্পে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা।
০১    প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন    সমবায় আইন ও বিধি সর্ম্পকে সদস্যদের স্বচ্ছ ধারনা না থাকা
সমিতির রেকর্ডপত্র যথাযথভাবে লিপিবন্ধ না করা    সমিতির সকল সদস্যদের তথ্য যাচাই এবং প্রদত্ত সকল রেকর্ডপত্র স্বল্প সময়ে যাচাই করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়।       
০২    নিবন্ধিত সকল প্রাথমিক সমবায় সমিতির অডিট সম্পাদন    সমিতির সকল হিসাবাদি হালনাগাদ না করা
অডিট অফিসারের নিকট হিসাবাদি সময়মত উপস্থাপন না করা    সমিতির সংখ্যা অনুপাতে জনবলের স্বল্পতা।       
০৩    প্রশিক্ষন প্রদান।    ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষন গ্রহনের অনাগ্রহ।    প্রশিক্ষন উপকরনের অপ্রতুলতা।       
০৪    আশ্রয়ন প্রকল্পে ঋণ বিতরণ    চাহিদামত ঋণ না পাওয়া    সীমিত বরাদ্দ       
০৫    আশ্রয়ন প্রকল্পে ঋণ আদায়    আশ্রয়ন প্রকল্পটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় জীবিকা নিবাহের সমস্যা থাকায় ঋনের কিস্তি সময়মত পরিশোধ করা সম্ভব হয়না।    যানবাহন ও লজিষ্টিক সাপোর্ট না থাকা।       
০৬     সমবায় সমিতির নির্বাচন    বিদ্যমান ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রক্রিয়া সর্ম্পকে অনিহা এবং অজ্ঞতা।    সমিতির সংখ্যা অনুপাতে জনবল ও লজিষ্টিক স্বল্পতা।